ডার্ক মোড
Saturday, 19 April 2025
ePaper   
Logo
তাড়াইলে বজ্রপাতে যুবকের মৃত্যু

তাড়াইলে বজ্রপাতে যুবকের মৃত্যু

 
তাড়াইল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
 
 
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বোরগাঁও গ্রামে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবক বজ্রপাতে মৃত্যু বরণ করেছেন।
 
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৬এপ্রিল) সন্ধা বেলায় পার্শ্ববর্তী ইটনা উপজেলায় শ্বশুর বাড়ি যাওয়ার পথে আড়ালিয়া হাওরে এ ঘটনা ঘটে। কোন সন্ধান না পেয়ে খোঁজাখুজি করতে থাকলে পরদিন বৃহস্পতিবার (১৭এপ্রিল) আড়ালিয়া হাওরে সাদ্দাম হোসেনের লাশ দেখতে পান স্বজনরা। 
 
 ঘটনার খবর পেয়ে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুবকর সিদ্দিকী ছুটে যান এবং সত্যতা নিশ্চিত করে মৃত  সাদ্দাম হোসেনের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ ২৫হাজার টাকার অর্থ সহায়তা প্রদান করেন।
 
এসময় আরও উপস্থিত ছিলেন ৪নং জাওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদুল হক রতন, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন