ডার্ক মোড
Thursday, 05 December 2024
ePaper   
Logo
ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজারকে দেখতে হাসপাতালে রেলমন্ত্রী

ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজারকে দেখতে হাসপাতালে রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ারকে দেখতে হাসপাতালে গিয়েছেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম।

শনিবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টায় রেলপথ মন্ত্রী রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে তাকে দেখতে যান। এ সময় মন্ত্রী তাঁর চিকিৎসার খোঁজ-খবর নেন, ডাক্তারদের সঙ্গে কথা বলেন ও দ্রুত সুস্থতা কামনা করেন।

জিল্লুল হাকিম বলেন, ঈদযাত্রাকে সফল করার জন্য তিনি কর্মতৎপর ছিলেন। আশা করছি, দ্রুতই তিনি তার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারবেন।

তিনি জানান, মোহাম্মদ মাসুদ সারওয়ারের অবস্থা আগের চেয়ে ভালো রয়েছে। আমার সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। যেকোনো প্রয়োজনে তার পাশে আছি।

প্রসঙ্গত, হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ মাসুদ সারওয়ার রাজধানীর গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন