ডার্ক মোড
Saturday, 12 July 2025
ePaper   
Logo
ঢাকায় যুবসমাবেশ সফল করতে ফেনীতে যুবদলের প্রস্তুতি সভা

ঢাকায় যুবসমাবেশ সফল করতে ফেনীতে যুবদলের প্রস্তুতি সভা

নোয়াখালী প্রতিনিধি

সরকারের পদত্যাগে  ১দফা দাবী আদায়ে আগামী ১৬ অক্টোবর ঢাকায় যুব সমাবেশ সফল করার লক্ষ্যে ফেনীতে যুবদলের  প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফেনী জেলা যুবদলের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ফেনী জেলা যুবদেলর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমের সভাপতিত্বে যুবদলের  সাধারণ সম্পাদক নাছির উদ্দীন খন্দকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক কফিল উদ্দিন ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির  সহ-সাধারণ সম্পাদক মন্জুরুল আজিম সুমন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুদ।

সভায় বক্তারা বলেন,বিএনপি শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না। একদফা দাবী আদায় না হওয়া পর্যন্ত যুবদলের নেতাকর্মিরা রাজপথে থাকবে। ঘরে ফিরে যাবেনা। সভায় বক্তারা আওয়ামী লীগকে আর প্রহসনের নির্বাচন করতে দেওয়া হবেনা বলেও হুশিয়ারি দেন।  

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন