
টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি'র উদ্যোগে কৃষকের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে সম্প্রতি বিভিন্ন মানবিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছে।আজ ২ মে ২০২৫ রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকা থেকে ১২ ঘটিকা পর্যন্ত টুঙ্গিপাড়া উপজেলার বিএনপির নেতৃবৃন্দরা উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক শামসুল হক শেখ এর নেতৃত্বে উপজেলার পূর্বের বিলে কৃষকদের পাশে গিয়ে খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি ও বিস্কুট বিতরণ করেন। শামসুল হক শেখ বলেন আমরা আজ মাঠে মাঠে কৃষকদের পাশে দাঁড়িয়েছি, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ভাইয়ের পক্ষ থেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভালবাসা ছিল কৃষকদের জন্য আমরা তার আদর্শের সৈনিক আমরা কৃষকদের ভালবাসি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ওহিদুজ্জামান শেখ, শাহারাব বিশ্বাস, যুবদলের যুগ্ন আহবায়ক রাজু খান ও সাইফুল ইসলাম।এর আগে টুঙ্গিপাড়া উপজেলার যুবদলের পক্ষ থেকে কৃষকদের সহায়তায় মাঠে গিয়ে ধান কেটে দিয়েছেন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক মোক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক আমিনুল শেখ ও রাজু খান।
বিএনপির এসব কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে এবং দলীয় সংগঠনকে আরও সুসংগঠিত করতে সহায়ক ভূমিকা পালন করছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন