
জয়পুরহাটের দু'জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
জয়পুরহাট প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দু'টি আসন থেকে দুই দলের দু'জন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন, জয়পুরহাট-১ আসন থেকে জাসদের আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন ও জয়পুরহাট-২ আসন থেকে জাকের পার্টির মো. গোলাম রসুল।
রবিবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
মনোনয়ন প্রত্যাহার পরবর্তী যাদের প্রার্থীতা নিশ্চিত হবার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন তারা হলেন, জয়পুরহাট-১ আসন থেকে আওয়ামী লীগের সামছুল আলম দুদু, জাতীয় পার্টির এ কে এম মোয়াজ্জেম হোসেন, তৃণমুল বিএনপির মোঃ মাছুম, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ রোকনুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী আঃ আজিজ মোল্লা, এ কে এম রায়হান মনু ও মোঃ জহুরুল ইসলাম এবং জয়পুরহাট-২ আসন থেকে আওয়ামী লীগের আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জাতীয় পার্টির আবু সাঈদ নুরুল্লা মাছুম, বাংলাদেশ কংগ্রেসের মোঃ নয়ন, জাসদের আবুল খায়ের মোঃ সাখাওয়াত হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ আবু সাইদ, স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসর, আব্দুর রাজ্জাক ও আতোয়ার রহমান।
জাকের পার্টির দলীয় সূত্র জানিয়েছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে সারাদেশে দুই শতাধিক আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছে। তারই ধারাবাহিকতায় জয়পুরহাট-২ আসন থেকে আমাদের প্রার্থী গোলাম রসুল সাহেবও প্রত্যাহার করেছেন।
জয়পুরহাট-১ আসনে মনোনয়নপত্র প্রত্যাহারের পর জেলা প্রশাসকের কার্যালয়ে জাসদের প্রার্থী আবুল খায়ের মোঃ সাখাওয়াত হোসেন বলেন, জোট থেকে একটি আসন ছেড়ে দেওয়া হবে এমন আশায় জেলার দুটি আসনেই মনোনয়নপত্র দাখিল করেছিলাম। জেলার কোন আসনই জাসদকে ছেড়ে দেওয়া হয়নি। তাছাড়া দুটি আসন থেকে নির্বাচন করার সার্মথ নেই আমার। এছাড়া জাসদ জোটে রয়েছে। দুটি আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করলে বিরুপ প্রতিক্রিয়া হতে পারে। তাই জয়পুরহাট-১ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। জয়পুরহাট-২ আসনে নির্বাচন করব।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এবার জেলার দূটি সংসদীয় আসনে ১৯টি মনোনয়নপত্র জমা পড়েছিল। রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে ৩টি মনোনয়নপত্র বাতিল হয়। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে করা আপিল নিষ্পত্তিতে গত ১৩ ডিসেম্বর প্রার্থীতা ফেরত পান সতন্ত্র প্রার্থী আতোয়ার রহমান।