ডার্ক মোড
Sunday, 27 July 2025
ePaper   
Logo
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা 

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আসিফসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৬ জুলাই) আস্কারপুর শহীদ আসিফ আদর্শ বন্ধু মহল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে কাটিয়া শাহী মসজিদে যোহরের নামাজ শেষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

আস্কারপুর শহীদ আসিফ আদর্শ বন্ধু মহল সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আরাফাত হোসাইন এর সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন শাহী মসজিদের খতিব মুফতি হাফিজুর রহমান। 

আস্কারপুর শহীদ আসিফ আদর্শ বন্ধু মহল সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সোহাইল মাহাদীন এর সঞ্চালনায় 

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুর রকিব ও নাতে রাসুল (সা.) পেশ করেন হাফেজ তামিম ইকবাল। 

এ সময়ে আরো বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানে সাতক্ষীরার শহীদ আসিফের ছোট ভাই রাকিবুল হাসান, সংগঠনের উপদেষ্টা অর্ঘ্য বিন জুয়েল, সহ-সভাপতি ইমামুল হাসান, আল মামুন, সাধারণ সম্পাদক রাকিবুল মোড়ল, কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দেশব্যাপী ন্যায়-অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় তরুণ সমাজ, মসজিদ কমিটির সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও সাংবাদিক বৃন্দ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন