ডার্ক মোড
Saturday, 03 May 2025
ePaper   
Logo
জামালপুরে সাহিত্য পত্রিকা রসধ্বনির মোড়ক উদ্ধোধন

জামালপুরে সাহিত্য পত্রিকা রসধ্বনির মোড়ক উদ্ধোধন


জামালপুর সংবাদদাতা

জামালপুরে সাহিত্য সংস্কৃতির কাগজ রসধ্বনির মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে ২ মে বিকেল ৫টায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা ও সাহিত্যের আসর অনুষ্ঠিত হয়। রসধ্বনির নির্বাহী সম্পাদক কবি শেখ ফজল এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন—জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আল মাহমুদ বাবু। প্রধান আলোচক ছিলেন—আর্ট পেপারের সম্পাদক কবি মাহবুব বারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন—কবি রজব বকশী, মাটির মা ফাউন্ডেশনের সভাপতি কবি মতিয়ারা মুক্তা, রসধ্বনির প্রকাশক ফারুক আহমেদ, সম্পাদক হৃদয় লোহানী প্রমুখ। 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন