
জামালপুরে মাজার ভাঙার ঘোষণার প্রতিবাদে স্মারকলিপি প্রদান
জামালপুর প্রতিনিধি
মাজার ভাঙ্গার প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছে মাজার ও খানকা শরিফ ঐক্য পরিষদ। রোববার জামালপুর জেলা প্রশাসক, সেনাক্যাম্পসহ বিভিন্ন দপ্তরে এই অভিযোগ করা হয়।
জামালপুর মাজার ও খানকাহ শরীফ ঐক্য পরিষদের সভাপতি মো: মজিবর রহমান এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে শামীম আলম, আতিউর রহমান চিশতী, বাবুল ইসলাম কলম চিশতী, নাহিদ হোসেন, সৈয়দুর রহমান, খাইরুল ইসলাম, রুস্তুম দেওয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী মোড়ে তৌহিদি জনতা সিরাতুন্নবী (স:) নামের এক অনুষ্ঠানের জামালপুর ডাকপাড়া জামিয়া ইনআমিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক আবুল কাশেম; অলি আউলিয়াদের সম্পর্কে প্রকাশ্যে ঔদ্ধত্যপূর্ণ ও উষ্কানিমূলক বক্তব্যে মাজার ও খানকাহ শরীফ ভেঙে ফেলার ঘোষণা দেন।
মাজার ভাঙার ঘোষাণা দেয়ার উষ্কানিমূলক বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আশেকান-জাকেরানের কলিজায় আঘাত করেছে। স্মারকলিপিতে বক্তব্য প্রদানকারি আবুল কাশেমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জেলার সকল মাজার ও খানকাহ শরীফের নিরাপত্তা দাবী করা হয়।