ডার্ক মোড
Friday, 21 February 2025
ePaper   
Logo
জাতীয় প্রেস ক্লাবে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

জাতীয় প্রেস ক্লাবে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে (৯ ফেব্রুয়ারি ২০২৫) রোববার সন্ধ্যা ৭টায় ক্লাব চত্বরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন মো: মনোয়ার উল আলম (বাবুল)।

প্রধান অতিথি বলেন, তরুণ সমাজকে মাদকাসক্ত থেকে দূরে রাখতে হলে খেলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। বাংলাদেশের আনাচে-কানাচে খেলার অনুপযুক্ত যেসব মাঠ রয়েছে সে সব মাঠকে সংস্কার করে খেলাধূলার উপযুক্ত করতে হবে।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদী স্বৈরশাসনের যাতাকলে নিস্পেষিত হয়েছি। বর্তমানে মুক্ত বাতাসে আবার আমরা সুষ্ঠু পরিবেশে খেলাধূলার মাধ্যমে নিজেদের ফিরে পাব বলে আশা করছি। জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে আজকের এই আয়োজনের প্রতি সম্মান জানিয়ে সারা বছরব্যাপী বিভিন্ন খেলাধূলার আয়োজন করা হবে বলেও তিনি জানান।

বিএফইউজের মহাসচিব ও জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাদের গনি চৌধুরী বলেন, শরীরকে সুস্থ রাখার জন্য আমাদেরকে নিয়মিত খেলাধূলা করতে হবে। অন্ততপক্ষে প্রতিদিন আধা ঘন্টা হলেও শরীর চর্চা করতে হবে। আমাদের মাঠগুলো খেলার উপযোগী করতে হবে এবং শিশুদের খেলাধূলার প্রতি উৎসাহী করতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, ক্রীড়া উপ-কমিটির সদস্য মফিজুর রহমান খান বাবু, শিরিন সুলতানা, ডিএম আমিরুল ইসলাম, আবদুল্লাহ মজুমদারসহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।

তিনদিনব্যাপী এই খেলায় একক-এ ৪০ জন এবং দ্বৈত প্রতিযোগিতায় নাম তালিকাভুক্ত করেছেন ১৬ জন।

টুর্নামেন্টে বিচারকের দায়িত্ব পালন করবেন দীন ইসলাম।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন