ডার্ক মোড
Monday, 23 December 2024
ePaper   
Logo
জাতীয় প্রেসক্লাবের সামনে চলছে বিএনপির প্রতীকী অনশন

জাতীয় প্রেসক্লাবের সামনে চলছে বিএনপির প্রতীকী অনশন

নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে চলছে বিএনপির প্রতীকী অনশন। আজ শনিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ অনশন কর্মসূচি শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও উত্তর বিএনপি এ কর্মসূচির আয়োজন করেছে। উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এ প্রতীকী অনশনে সভাপতিত্ব করবেন।

এদিকে, সকাল ৮টা থেকেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে প্রতীকী এ অনশনে ব্যাপকভাবে নেতাকর্মীরা আসছেন।’

এ কর্মসূচিতে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, পেশাজীবী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেবেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন