ডার্ক মোড
Monday, 26 May 2025
ePaper   
Logo
জবির ১৫ বছরের নিয়োগ-দুর্নীতির তদন্তে কমিটি গঠন

জবির ১৫ বছরের নিয়োগ-দুর্নীতির তদন্তে কমিটি গঠন

জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিগত ১৫ বছরে সংঘটিত অনিয়ম-দুর্নীতির তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিনকে আহ্বায়ক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে এই বিষয়ে ডেপুটি রেজিস্টার মোহাম্মদ মশিরুল ইসলামের সই করা একটি উন্মুক্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। কমিটির আহ্বায়কের কাছে আগামী ৩০ জুনের মধ্যে তথ্য প্রমাণসহ জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যদি কারো কাছে ২০০৯ সাল থেকে আগস্ট ২০২৪ সাল পর্যন্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ এবং পদোন্নতি বা আপগ্রেডেশনের ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সংক্রান্ত তথ্য ও প্রমাণ থাকলে—সেই সংক্রান্ত তথ্য ও প্রমাণ আগামী ৩০ জুনের মধ্যে জমা দিতে হবে। অভিযোগপত্র সিলগালাকৃত খামে জমা দিতে বলা হয় এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের সূত্র জানা যায়, বিগত দেড় দশক ধরে কিছু নিয়োগ ও পদোন্নতির স্বচ্ছতা নিয়ে অভিযোগ উঠেছে। প্রশাসনের এমন পদক্ষেপকে ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা, যা বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন