ডার্ক মোড
Thursday, 20 March 2025
ePaper   
Logo
জনতার দল নামে আরও একটি নুতন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে

জনতার দল নামে আরও একটি নুতন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

সাবেক সেনা কর্মকর্তাদের একটি গ্রুপের পক্ষ থেকে ২০ মার্চ বৃহস্পতিবার একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হচ্ছে।

এর নাম “জনতার দল”।এর স্বঘোষিত প্রধান হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো: শামীম কামাল। ঢাকার ফার্মগেট কৃষিবিদ ইন্সটিটিউটশন মিলনায়তনে বিকেলে অনুষ্ঠেয় এই আত্মপ্রকাশ পর্বে জুলাই বিপ্লবের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন জন বক্তব্য রাখবেন। ইতিপূর্বে বলা হয়েছিল শামীম কামালের নেতৃত্বে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, রাজনৈতিবিদরা থাকবেন।

তখন এমন খবরও প্রচার করা হয়েছিল যে সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার নেতৃত্বে ৫ জন সাবেক জেনারেলের নেতৃত্বে (যার মধ্যে শামীম কামালের নামও ছিল) নতুন দল গঠিত হচ্ছে। কিন্তু সাথে সাথে এর প্রতিবাদ করেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ অন্যান্য জেনারেল।

সংশ্লিষ্ট সূত্রের খবর, সেনামহলে এই নতুন দলকে স্বৈরাচারী শেখ হাসিনার পছন্দের কতিপয় সাবেক সেনা কর্মকর্তাদের দ্বারা হচ্ছে বলে প্রচার আছে। ছোট এই গ্রুপটির মূল পৃষ্ঠপোষক হচ্ছেন একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, যিনি প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব ছিলেন।

এ ছাড়া ব্রিগেডিয়ার শামীম কামাল ২০২৬ এর নির্বাচনে অংশ নেয়ার জন্য সরকারি কর্মকর্তাদের অবসরের পর নির্বাচনে অংশ না নেওয়ার সময়সীমা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে মামলা করেছিলেন। কিন্তু সফল হননি। হাসিনার আমলে সুবিধাভোগী এই ছোট গ্রুপের সাবেক অফিসারদের মধ্যে দু'জন অবসরপ্রাপ্ত লে. জেনারেলও রয়েছেন। তবে শামীম কামালের নেতৃত্বে এই দলের আবিভার্বকে ওই মহলের লোকজন ভালো চোখে দেখছেন না।

কেননা সাবেক সিনিয়র কর্মকর্তারা তার অধীনে রাজনীতি করতে চাইছেন না। রাজনৈতিক মহলেও তার গ্রহণযোগ্যতা বা যোগাযোগ নেই। আর তিনি কিভাবে দলের চেয়ারম্যান হয়ে গেলেন তাও রহস্যাবৃত। এ ছাড়া উল্লেখযোগ্য রাজনীতিবিদও তাদের সঙ্গে নেই।

তবে বসুন্ধরা গ্রুপ লালিত রাজনীতিকদের সঙ্গে তাদের যোগাযোগ আছে এবং বসুন্ধরা মিডিয়ার নিউজ ২৪ এবং কালের কণ্ঠ পত্রিকায় তাদের প্রভাব আছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন