ডার্ক মোড
Sunday, 13 July 2025
ePaper   
Logo
চা বাগান ম্যানেজারদের সাথে পুলিশ সুপার মতবিনিময় সভা

চা বাগান ম্যানেজারদের সাথে পুলিশ সুপার মতবিনিময় সভা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলার বিভিন্ন চা বাগানের ম্যানেজারদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবা।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ''পুলিশের কাজ হচ্ছে জনগণের জান-মালের নিরাপত্তা দেয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনকল্যাণে কাজ করা। পুলিশ চা বাগানের মালিক ও শ্রমিকদের নিরাপত্তায় সবসময়ই পাশে থাকবে।''

এছাড়া বাগানে মদ,জুয়া এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে মাননীয় পুলিশ সুপার মহোদয় আলোচনা করেন।

এ‌ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন