ডার্ক মোড
Thursday, 12 December 2024
ePaper   
Logo
চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন অফিসের কাছে দুটি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন অফিসের কাছে দুটি ককটেল উদ্ধার

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিস সংলগ্ন আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও নির্বাচন অফিস সূত্র জানায়, মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে জেলা নির্বাচন অফিসারের দেওয়া খবরে ওই অফিসে পৌঁছে অফিসের মূল ভবনের পেছনে আম বাগান থেকে ককটেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। একটি ককটেল লাল ও অপরটি কালো স্কচটেপ মোড়ানো ছিল।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, কে বা কারা কি উদ্দেশ্যে একটি অতি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের ভেতরে ককটেল রেখেছে তা তদন্ত করা হচ্ছে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট ও সন্দেহজনকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম বলেন, দুপুরের পর অফিসের লোকজন বাগানে কাজ করার সময় ককটেল দুটি দেখতে পাওয়ার পর পুলিশে খবর দেওয়া হয়। সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে অফিস বাউন্ডারির পেছনে সরকারি আমবাগানে বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় বলে জানা গেছে।

তবে কে বা কারা ওই বিস্ফোরণের সঙ্গে জড়িত তা জানা যায়নি। হতে পারে ওই ঘটনায় সম্পৃক্ত কেউ ককটেলগুলো ফেলে গেছে। একই ভবনে সদর উপজেলা নির্বাচন অফিস ও নির্বাচন অফিসের সার্ভার রুম রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বিগত সংসদ নির্বাচনের কয়েকদিন আগে জেলা নির্বাচন অফিসের বাউন্ডারি ওয়ালে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন