চাঁপাইনববাগঞ্জ চেম্বারের সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে নির্বাচিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৪-২৬ মেয়াদের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের তত্ত্বাবধানে নতুন পরিচালকদের অনুষ্ঠিত সভায় সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(২৬ নভেম্বর) দুপুরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতির নাম ঘোষণা করেন চেম্বার নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট সোলাইমান বিশু।
সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন মেসার্স কোয়ালিটি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল ওয়াহেদ। এবার নিয়ে ১১তম বারের মতো এই ব্যবসায়ী সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান দুলহা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী মো. খাইরুল ইসলাম এবং সহ-সভাপতি হয়েছেন ক্যাপিটাল মেশিনারিজের আমদানিকারক আয়ান ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আখতারুল ইসলাম রিমন।
নির্বাচন পরিচালনা বোর্ড সূত্রে জানা গেছে, গত শনিবার চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১৩ জনের সাধারণ গ্রুপ ও ৫ জনের সহযোগী গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আব্দুল ওয়াহেদ সমর্থিত প্যানেল থেকে সাধারণ গ্রুপের ১৩ জনের মধ্যে ১২ জন নির্বাচিত হন। অপর দিকে, হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেল থেকে ১৩ জনের মধ্যে ১ জন নির্বাচিত হন। এছাড়া আব্দুল ওয়াহেদ সমর্থিত প্যানেল থেকে সহযোগী গ্রুপে ৫টি পদের ৫টিতেই জয়লাভ করে।
আব্দুল ওয়াহেদ সমর্থিত প্যানেল থেকে সাধারণ গ্রুপ থেকে নির্বাচিতরা হলেন- মো. আবদুল ওয়াহেদ, মো. খাইরুল ইসলাম, মো. আখতারুল ইসলাম রিমন, মো. মফিজ উদ্দিন, মো. আব্দুল আওয়াল, মো. সৈবুর রহমান, মো. দেলোয়ার হোসেন, মো. নূর আমিন, মো. আরিফ উদ্দিন ইতি, মো. নাজিবুর রহমান, মো. আব্দুল বারেক, মো. মনিরুল ইসলাম (৫৯৭)।
অন্যদিকে হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেল থেকে একমাত্র রাইহানুল ইসলাম লুনা নির্বাচিত হয়েছেন। nআব্দুল ওয়াহেদ সমর্থিত প্যানেল থেকে সহযোগী গ্রুপে ৫টি পদের ৫টিতেই জয়লাভ করা সদস্যরা হচ্ছেন- মো. শুকুরুদ্দিন, মো. বাহারাম আলী, মো. উজায়ের হোসেন, মো. মিলায়েতুল কোরাইশি ও মো. শহিদুল ইসলাম।
সভাপতি নির্বাচিত হওয়ার পর আব্দুল ওয়াহেদ বলেন, চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীদের আমার ওপর অতীতেও আস্থা ছিল এবং বর্তমানেও রয়েছে। সে কারণে তারা সমর্থন দিয়েছেন এবং আমি বার বার নির্বাচিত হয়েছি। তিনি আরও বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিকল্প প্রার্থী হিসেবে বিএনপি আমার নাম ঘোষণা করেছিল। আমি আগামী সংসদ নির্বাচনেও মনোনয়ন প্রত্যাশী। এজন্য বিএনপি এবং জামায়াতের সাবেক তিন সংসদ সদস্য আমাকে আটকানোর জন্য প্রতিদ্বন্দ্বী প্যানেলের নির্বাচনী প্রচারণায় নামে। কিন্তু ব্যবসায়ীদের সঠিক সিদ্ধান্তের কাছে তারা হার মেনেছে। আমাদের প্যানেলের যে নিরঙ্কুশ বিজয় এটি ব্যবসায়ীদের ভালোবাসার প্রতিফলন। নির্বাচনী ইশতেহারে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সবাইকে সঙ্গে নিয়ে দ্রুতই বাস্তবায়নের পথে এগিয়ে যাবো।
উল্লেখ্য, চেম্বারের মোট ২২টি পদের মধ্যে সাধারণ গ্রুপ থেকে ১৩ জন ও সহযোগী গ্রুপ থেকে ৫ জন ভোটের মাধ্যমে নির্বাচিত হন। এছাড়া চারটি ট্রেড গ্রুপ মনোনীত ৪ জন প্রতিনিধি সরাসরি পরিচালক হন। সাধারণ গ্রুপে মোট ভোটার আছেন ১ হাজার ২৭৬ জন ও সহযোগী গ্রুপে ভোটার আছেন ১৭৮ জন।