ডার্ক মোড
Monday, 19 May 2025
ePaper   
Logo
চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

স্টাফ রিপোর্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে।

রবিবার (১৮ মে) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তাকে রাজধানী ভাটারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

তার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলায় রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে।

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘নুসরাত ফারিয়াকে ইমিগ্রেশন থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আমার থানায় মামলা রয়েছে। তাকে আমাদের কাছে এখন পর্যন্ত হস্তান্তর করা হয়নি।’

‘যতটুকু জানতে পেরেছি, তাকে ডিবি অফিসে নেওয়া হচ্ছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সেটা নিশ্চিত নই,’ বলেন তিনি।

২০২৩ সালে ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগালের ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন