ডার্ক মোড
Sunday, 21 September 2025
ePaper   
Logo
চট্টগ্রামের চান্দগাঁও ও বাঁশখালীতে কোস্ট গার্ডের পৃথক ২ টি অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ টি ড্রেজার সংযুক্ত বাল্কহেডসহ ১৬ জন আটক

চট্টগ্রামের চান্দগাঁও ও বাঁশখালীতে কোস্ট গার্ডের পৃথক ২ টি অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ টি ড্রেজার সংযুক্ত বাল্কহেডসহ ১৬ জন আটক


চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের চান্দগাঁও ও বাঁশখালীতে শনিবার  কোস্ট গার্ডের পৃথক ২ টি অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ টি ড্রেজার সংযুক্ত বাল্কহেডসহ ১৬ জন দুষ্কৃতিকারী আটক করেছে।
শনিবার  রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য  এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে  শুক্রবার সকাল ৯ টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কালুরঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৩ টি ড্রেজার সংযুক্ত বাল্কহেডসহ ১১ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

অপরদিকে, দুপুর ২ টায় কোস্ট গার্ড স্টেশন সাংগু কর্তৃক চট্টগ্রামের বাঁশখালী থানাধীন সাঙ্গু নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২ টি ড্রেজার সংযুক্ত বাল্কহেডসহ ৫ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

জব্দকৃত ড্রেজার সংযুক্ত বাল্কহেড ও আটকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদরঘাট নৌ থানা এবং আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

বালুখেকোদের হাত থেকে ফসলী জমি এবং আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন