
গোপালগঞ্জে ২য় জিআই পণ্য হিসেবে স্বীকৃতির সনদ পেলো ব্রোঞ্জের গহনা
গোলাম রব্বানী, গোপালগঞ্জ
গোপালগঞ্জের ২য় জিআই পণ্য হিসেবে ৩০ এপ্রিল -২০২৫ স্বীকৃতির আনুষ্ঠানিক সনদ পেলো ব্রোঞ্জের গহনা।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মেধাসম্পদ দিবস -২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও জি আই পণ্যের সনদ বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের হাতে ব্রোঞ্জের গহনার জিআই সনদ তুলে দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিসেস একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি)।এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ, ডিপিডিটির কর্মকর্তাগণসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।এদিকে আন্তর্জাতিক পর্যায়ে গোপালগঞ্জের ২য় জিআই পণ্য হিসেবে ব্রোঞ্জের গহনা স্বীকৃতি অর্জন করায় গোপালগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও ব্রোঞ্জের গহনা উৎপাদনকারী সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলার সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ সকল শ্রেণি-পেশার মানুষ।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন