ডার্ক মোড
Tuesday, 07 January 2025
ePaper   
Logo
গোপালকৃষ্ণ দেবনাথ এলজিইডি'র ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী

গোপালকৃষ্ণ দেবনাথ এলজিইডি'র ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র পরিকল্পনা, ডিজাইন ও গবেষণা ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-২) পদে কর্মরত জ্যেষ্ঠ কর্মকর্তা গোপাল কৃষ্ণ দেবনাথকে চলতি দায়িত্বের অতিরিক্ত হিসেবে অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর ‘রুটিন দায়িত্ব’ প্রদান করা হয়েছে।

১৯ অক্টোবর শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ উন্নয়ন-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত পত্রে (নম্বর: ৪৬,০০,০০০০.০৬৭.১২.০০৫.১৮-৭৬৯) পুনরাদেশ না দেয়া পর্যন্ত ‘রুটিন দায়িত্ব’ প্রদানের কথা উল্লেখ করা হয়।

এর আগে মো. আলি আখতার হোসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেন। তার চাকুরী থেকে অবসত্তোর পদ শুন্য হলে জ্যেষ্ঠতার ভিত্তিতে গোপাল কৃষ্ণ দেবনাথকে প্রধান প্রকৌশলীর ‘রুটিন দায়িত্ব’ প্রদান করা হলো।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন