ডার্ক মোড
Wednesday, 08 January 2025
ePaper   
Logo
গায়ে ধাক্কা দিয়ে ৩ লাখ টাকা নিয়ে গেল

গায়ে ধাক্কা দিয়ে ৩ লাখ টাকা নিয়ে গেল

নিজস্ব প্রতিনিধি


রাজধানীর মতিঝিলে অভিনব কায়দায় এক মাদরাসা শিক্ষকের কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১১টার পর এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাদরাসা শিক্ষক জসিম উদ্দীন জানান (৫৭), মতিঝিলের জামিয়া দারুল উলুম মাদরাসার বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক তিনি। তার বাড়ি গাজীপুর বোর্ডবাজার বড়বাড়ি এলাকায়। বর্তমানে মাদরাসা বন্ধ থাকায় টিকাটুলিতে ছেলের বাসায় থাকেন।

ওই শিক্ষক জানান, সকাল ১১টার পর তিনি মতিঝিল শাখার আইএফআইসি ব্যাংকে টাকা তুলতে যান। ব্যাংক থেকে তিনি তিন লাখ টাকা তোলেন। এরপর এক পাওনাদারকে ওই টাকা পাঠানোর জন্য তিনি ইসলামী ব্যাংকের মতিঝিল শাখায় যাচ্ছিলেন। পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার সময় রাস্তায় এক ব্যক্তি তার গায়ে ধাক্কা দেন। অপরিচিত ওই ব্যক্তির ধাক্কায় তিনি রাস্তায় পড়ে অচেতন হয়ে যান। যান।

জ্ঞান ফিরে দেখেন তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি খোয়া গেছে বলে অভিযোগ করেন তিনি।

অপরিচিত ব্যক্তিটি ওই মাদরাসা শিক্ষককে ধাক্কা দেওয়ার সময় তার পাশে আরও একজন ছিলেন। ধারণা করা হচ্ছে পাশে থাকা ওই ব্যক্তিটি তার সহযোগী।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, অসুস্থ অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে কে বা কারা ওই মাদরাসা শিক্ষককে হাসপাতালে নিয়ে আসে। তাকে জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন তার জ্ঞান ফিরেছে এবং তিনি কথা বলতে পারছেন।

টাকা খোয়া যাওয়ার বিষয়টি মতিঝিল থানাকে জানানো হয়েছে বলে পরিদর্শক বাচ্চু মিয়া জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন