ডার্ক মোড
Saturday, 19 April 2025
ePaper   
Logo
কুড়িগ্রামে এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষার্থীর আত্মহত্যা

কুড়িগ্রামে এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষার্থীর আত্মহত্যা

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় রোমানা আফরোজ রিয়া (১৬) নামে এক পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড়  এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত পরীক্ষার্থী রোমানা আফরোজ রিয়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকার আব্দুল রব এর মেয়ে ও গংগারহাট এমএস উচ্চ বিদ্যালয় থেকে এবারে  এস.এস.সি পরীক্ষা দিচ্ছিল।  তার রোল নং ৬১৪১৭২ এবং পরীক্ষার কেন্দ্র ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়।
নিহতের পরিবারের দাবি ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার এস,এস,সি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ভালো না হওয়ায় রোমানা আফরোজ রিয়ার মন খারাপ ছিল। পরীক্ষা দিয়ে বাড়িতে সারাক্ষণ মন খারাপ অবস্থায় ঘরের রুমে ছিল। এক পর্যায়ে পরিবারের অজান্তে রুমের দরজা বন্ধ করে আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।  সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মা মেয়েকে ডাকতে  গেলে দরজা বন্ধ পায়। পরে মেয়েকে আবারো  ডাকলে  কোন সাড়াশব্দ না পাওয়ায় ঘরের দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকে  দেখতে পান মেয়ের  নিথর দেহ শূন্যে ঝুঁলছে।
খবর পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে ফুলবাড়ী থানার  পুলিশ  ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) শরিফুল ইসলাম জানান, শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।#

 
 
 
 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন