কিশোরগঞ্জে জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ৫
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি দখলের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে সালাহ উদ্দিন সেলু, সালাহ উদ্দিন সেলুর ছেলে মোঃ মুর্শিদ মিয়া, জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের মৃত আঃ মোতালিবের ছেলে লুৎফুর রহমান মেনু, কটিয়াদী পৌর সদরের পূর্বপাড়া মহল্লার মৃত আঃ ছাত্তারের ছেলে আজাদুল কবির বিপুল এবং মৃত আঃ রহিমের ছেলে জাকির হোসেন।
গ্রেফতারকৃতদেরকে গতকাল রবিবার কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। যৌথবাহিনী সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯ টার সময় উল্লেখিত আসামীরা উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্য চারিপাড়া গ্রামের মৃত ইসমাইলের ছেলে মোঃ আসাদ মিয়ার ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করার জন্য সিমেন্টের পিলারসহ জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ফেলে। পরে মোঃ আসাদ মিয়া এ ঘটনার বিষয়ে যৌথ বাহিনীর নিকট অভিযোগ করিলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনী কার্যক্রমের জন্য কটিয়াদী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে জমি দখল করার অভিযোগে যৌথবাহিনী এদেরকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মোঃ আসাদ মিয়া বাদী হয়ে মামলা দিয়েছেন। আটককৃদের আজ রবিবার কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।