কালীগঞ্জে সড়কের পাশের সরকারি গাছ কাটার অভিযোগ
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সড়কের পাশের সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় আবু তালেব নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
গত শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত তালেব মিয়া মদাতী ইউনিয়নের তালুক শাখাতী এলাকার মৃত আব্দুস ছামাদের ছেলে।
তালুক শাখাতী গ্রামের শামীম হোসেন অভিযোগ করে বলেন, সম্প্রতি মদাতী ইউনিয়নের অন্তর্গত চামটার হাট থেকে কালিগঞ্জে যাওয়ার রাস্তার ধারের জব্বারের মাদ্রাসা এলাকার ৪টি বড় আকারের ইউকালিবটাস গাছ কর্তনে নেতৃত্ব দেয় তালেব। অভিযুক্ত তালেব নিজের জমিতে লাগানো গাছ দাবি করে প্রকাশ্যে গাছ কর্তন করেছে। সরকারী রাস্তার ধারে গাছ কর্তন করতে নিষেধ করা হলেও অভিযুক্তরা ইউনিয়ন পরিষদের মেম্বারের নিষেধ না শুনে প্রকাশ্যে দিবালোকে গাছ গুলো কর্তন করেছে।
সরেজমিনে ঘুরে জানা গেছে, নাম প্রকাশ না করার শর্তে গ্রামের কয়েকজন জানান, ৪টি গাছ যার মূল্য ৬০ হাজার টাকা হবে। আমাদের জন্মের পর থেকে দেখে আসছি গাছগুলো রাস্তার পার্শ্বে। আমাদের বাপ দাদারাও এই রাস্তা দিয়ে হাটে গিয়েছে। রাস্তাও পাকা হয়েছে অনেকদিন আর এখন শুনছি রাস্তার ধারের গাছগুলো তার এখানে কোন সরকারী কোন গাছ নেই ।
গাছ কেন কাটা হয়েছে এমন প্রশ্নের জবাবে অভিযুক্ত তালেব জানায়, গাছগুলি আমাদের মালিকানা জমিতে, সরকারী রাস্তায় নয়। এর আগেও আমি গাছ কেটে বাড়ীর কাজে লাগিয়েছি। ইউনিয়ন চেয়ারম্যান আমাকে নোটিশ দিয়েছে আমি এর জবাব দিবো। আমার গাছ আমি কেটেছি আপনাদের যা ইচ্ছে করেন।
ওই গ্রামের জাহিদ, সফিকুল সহ অনেকেই জানান, আমরা গ্রামবাসী ইউনিয়ন পরিষদে অভিযোগ জানিয়েছি। এরা গায়ের জোরে গাছগুলি কেটেছে।
এবিষয়ে মদাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, আমি ঢাকায় থাকার কারনে গ্রাম পুলিশ দিয়ে গাছগুলো কর্তন করতে নিষেধ করেছি। তারা গ্রামের মেম্বার, ইউনিয়ন পরিষদ বা উপজেলা ভূমি কর্মকর্তাকে অবহিত না করে গায়ের জোরে আইন অমান্য করে গাছগুলি কেটেছে। গাছগুলির সরকারি রাস্তার ,এ বিষয়ে অভিযুক্ত তলেবকে ইউনিয়ন পরিষদ থেকে নোটিশ পাঠানো হয়েছে। দ্রুত গাছ গুলো উদ্ধার করার জন্য সকল ব্যবস্থা নেওয়া হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।