ডার্ক মোড
Tuesday, 22 April 2025
ePaper   
Logo
কালাইয়ে তেলবাহী লড়ির ধাক্কায় নিহত ২ আহত ৪

কালাইয়ে তেলবাহী লড়ির ধাক্কায় নিহত ২ আহত ৪

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে তেলবাহী লড়ির ধাক্কায় ব্যাটারী চালিত অটো ভ্যানে থাকা দু'জন যাত্রী নিহত এবং এ ঘটনায় গুরুতর আহত হয়েছে চালকসহ আরো চারজন যাত্রী। এদের মধ্যে অটো ভ্যান চালক আইজুলের অবস্থা আশংকাজনক।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই টিএন্ডটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় তেলবাহী লড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। লড়িটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিস এবং পুলিশ।

এ দূর্ঘটনায় নিহতরা হলেন, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের মৃত জিয়াউদ্দিনের ছেলে সোবাহান মিয়া (৬০) ও একই গ্রামের আজিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪৫)।

আহতরা হলেন, ওই গ্রামের অটো ভ্যান চালক বাচ্চু মিয়ার ছেলে আইজুল ইসলাম (৪০), শাহাদত আলীর ছেলে সুজাউল ইসলাম (৫০), রিয়াজ উদ্দিনের ছেলে মুনছর আলী (৩২) ও রজিব মোল্লার ছেলে কোরবান আলি (৪০)।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সুত্রে জানা গেছে, কালাই উপজেলার বেগুনগ্রাম থেকে আলু নিড়ানি এবং বাধায়ের কাজ শেষে অটো ভ্যানযোগে তারাকুল যাওয়ার পথে কালাই টিএন্ডটি এলাকায় পৌঁছালে তেলবাহী একটি লড়ি পিছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে দূর্ঘটনা ঘটলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক সোবাহান মিয়াকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত রফিকুলকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। বাকি ৪ জন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. নারজিনা (এমও) বলেন, দূর্ঘটনায় আহত ৬ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে সোবাহান মিয়া আগেই মারা যায়। গুরুতর আহত রফিকুলকে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসীম আল বারী জানান, ‌দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। খাদে পড়া দুর্ঘটনাকবলিত লরি ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধারের চেষ্টা চলাচ্ছে। ঘটনার সাথে সাথেই লড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন