ডার্ক মোড
Sunday, 13 July 2025
ePaper   
Logo
কাঠালিয়ায় নবযোগদানকারী ইউএনও’র সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময়

কাঠালিয়ায় নবযোগদানকারী ইউএনও’র সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময়

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

কাঠালিয়া উপজেলায় নবযোগদানকারী উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এক মতবিনিময় সভা মঙ্গলবার তার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ একেএম কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবযোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যক্ষ মো. ্ইদ্রিস মিয়া, সহসভাপতি সিনিয়র শিক্ষিকা সেলিনা বেগম পাপরী, সাধারন সম্পাদক অধ্যাপক মো. আবদুল হালিম, সদস্য অধ্যক্ষ রেহানা খান, সদস্য সাংবাদিক মো. সাকিবুজ্জামান সবুর, সদস্য সিনিয়র শিক্ষিকা মোছা. ছালমা পারভীন, সদস্য মো. খাইরুল ইসলাম।

মতবিনিময়ের শুরুতে নবযোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন