ডার্ক মোড
Sunday, 13 July 2025
ePaper   
Logo
কলাপাড়া-কুয়াকাটা হবে বরিশাল বিভাগের উন্নয়নের রোল মডেল

কলাপাড়া-কুয়াকাটা হবে বরিশাল বিভাগের উন্নয়নের রোল মডেল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা-কলাপাড়া হবে বরিশাল বিভাগের উন্নয়নের রোড মডেল। বর্তমান সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন হলে পায়রা বন্দর, কলাপাড়া, কুয়াকাটা বদলে যাবে। সে লক্ষ্যে বর্তমান সংসদ সদস্য মো. মহিববুর রহমানের নেতৃত্বে কলাপাড়ায় শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে।

বুধবার (৩ জানুয়ারী) সকাল ১১ টায় সিকদার রিসোর্ট এন্ড ভিলাস'র সভাকক্ষে কলাপাড়া উপজেলার বিভিন্ন শ্রেণী, পেশার মানুষের সাথে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক ও ফ্রেস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান সিআইপি এ কথা বলেন।

তিঁনি বলেন, পটুয়াখালী-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হলে কলাপাড়ার প্রতিটি রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ হবে। এজন্য কয়েকশো কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।

এছাড়া কলাপাড়া উপজেলার ৫০ শয্যা হাসপাতালটি ২৫০ শয্যায় উত্তীর্ণ করন, ডায়াবেটিকস হাসপাতাল নির্মাণ, কুয়াকাটা কে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে উন্নীত করণে তিনি কাজ করবেন বলে জানান। এ সময় কলাপাড়ার বিভিন্ন সমস্যা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

সুধি সমাবেশে সংসদ সদস্য মোঃ মহিববুর রহমান, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুধিজন ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন