ডার্ক মোড
Sunday, 13 July 2025
ePaper   
Logo
কলাপাড়ায় পরিবেশ রক্ষায় সবুজ সাথী সম্মাননা পেলো তিন পরিবেশ কর্মী ও সংগঠন

কলাপাড়ায় পরিবেশ রক্ষায় সবুজ সাথী সম্মাননা পেলো তিন পরিবেশ কর্মী ও সংগঠন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

উপকূলের পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় পটুয়াখালীর কলাপাড়ায় সবুজ সাথী সম্নাননা পেলো তিন পরিবেশ সংগঠক, সংগঠন ও এক পরিবেশ কর্মী।

মঙ্গলবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে ধরিত্রী রক্ষায় আমরা(ধরা) ও ওয়াটারকিপার্স এর আয়োজনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াটারকিপার্স এর কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির, কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক।

অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য পরিবেশ কর্মী দেলোয়ার হোসেন দুলু, পরিবেশ সংগঠক কামাল হোসেন রনি ও পরিবেশ সংগঠন আমরা কলাপাড়াবাসীকে সবুজ সাথী সম্মাননা ২০২৪ এর সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন দেন অতিথিরা।

সমুদ্র উপকূলীয় এলাকার গাছ কাটা বন্ধ এবং পরিবেশ রক্ষায় এ উদ্যোগী তরুন ও সংগঠনের মতো সবাইকে কাজ করার আহবান জানান অতিথিরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন