ডার্ক মোড
Tuesday, 07 January 2025
ePaper   
Logo
এলজিইডি ক্রিলিকের পাইলট নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর উদ্বোধন

এলজিইডি ক্রিলিকের পাইলট নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

এলজিইডি প্রতিষ্ঠিত ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর নিজস্ব পাইলট নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস)-এর উদ্বোধন করা হয়।

বৃহষ্পতিবার (৩ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পাইলট নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস)-এর উদ্বোধন করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আলি আখতার হোসেন। এসময় প্রতিটি বিভাগ, অঞ্চল, জেলা ও উপজেলা পর্যায়ের প্রকৌশলীগণ অনলাইনে যুক্ত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে এলজিইডির প্রধান প্রকৌশলী বলেন, পাইলট নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস) উদ্বোধন ক্রিলিকের জন্য মাইলফলক। ভবিষ্যতে ক্রিলিকের মাধ্যমে এলজিইডির প্রকৌশলীদের জলবায়ু বিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

জলবায়ু বিষয়ক শিক্ষা, গবেষণা ও পেশাগত উন্নয়নের কথা বিবেচনায় রেখে সময়োপযোগী ফিচারের মাধ্যমে সাজানো হয়েছে কেএমএস। এর মাধ্যমে জাতীয় জলবায়ু সংক্রান্ত পলিসি, প্লানসমূহ, জলবায়ু তথ্য ও উপাত্ত, এলজিইডি ক্রিলিকের গাইডলাইন, ম্যানুয়েল, ক্লাইমেট রেজিলিয়েন্ট টুল (সিআরটি)সহ সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টের ভিডিও ডকুমেন্টরি, ইমেজ ও প্রকাশনাগুলো শেয়ার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ডাউনলোড সুবিধাসহ সব তথ্য ব্রাউজ করার সুযোগ থাকবে।

ক্রিলিকের ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীগণ গোপাল কৃষ্ণ দেবনাথ, শেখ মুজাক্কা জাহের, কে. এম. জুলফিকার আলী, মোঃ আব্দুর রশীদ মিয়া, মোঃ আনোয়ার হোসেন ও ক্রিলিকের পরিচালক মোঃ আব্দুল হাকিম এবং ক্রিম এর প্রকল্প পরিচালক মোঃ আব্দুল খালেক উপস্থিত ছিলেন। এছাড়া কেএফডব্লিউ পোর্টফোলিও কো-অর্ডিনেটর মোঃ তৌহিদুর রাহমান, আইডিসি-ক্রিলিকের টিম লিডার ড. ডান বুমসহ এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় সংযুক্ত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন