ডার্ক মোড
Wednesday, 08 October 2025
ePaper   
Logo
এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতল ইংল্যান্ড

এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতল ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

 

বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে বৃষ্টি আইনে (ডাকওয়ার্থ-লুইস মেথড) ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। আর তাতেই এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল ইংলিশরা।

কার্ডিফের সোফিয়া গার্ডেনে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১১১ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। জবাবে ১১ বল হাতে রেখে ৫ উইকেটের সহজ পায় ইংল্যান্ড।

এই প্রথম পাওয়ার প্লে’র ছয় ওভারে কোনও বাউন্ডারি মারতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৩৯ রান আসে কুশল মেন্ডিসের ব্যাট থেকে। শ্রীলঙ্কার পুরো ইনিংসে বাউন্ডারি ছিল মাত্র ৬টি।

এরপর বৃষ্টির কারণে ইংল্যান্ডের জয়ের টার্গেট দাঁড়ায় ১৮ ওভারে ১০৩ রান। দ্রুত চার উইকেট হারালেও স্যাম বিলিংস ও লিভিংস্টোনের ব্যাটিং দৃঢ়তায় ৫ উইকেটের জয় নিশ্চিত হয় ইংলিশদের।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন