ডার্ক মোড
Saturday, 21 December 2024
ePaper   
Logo
একাত্তুরের ডিসেম্বরের প্রতি মুহূর্ত যেন বাংলাদেশ সৃষ্টির কথা বলে -সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ

একাত্তুরের ডিসেম্বরের প্রতি মুহূর্ত যেন বাংলাদেশ সৃষ্টির কথা বলে -সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ

প্রবাস ডেস্ক

অরল্যান্ডো পনেরো ডিসেম্বর ২০২৪,রাত সাতটায় সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ তেপান্নতম মহান বিজয় দিবস পালন করে শহরের প্রাণকেন্দ্র বোম্বে গ্রীলে সন্ধ্যা সাতটায় এক অনাড়ম্ভর আনুষ্ঠানিকতায় | পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি ও বাস্তবতায় এবারের আয়োজন ছিল ব্যাতিক্ক্রমধর্মী | স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ জনতা একাত্র হলে সন্ধ্যা সাতটায় মোয়াজ্জেম উদ্দিনের সভাপতিত্বে এবং সালেহ করিমুজ্জামানের পরিচালনায় মহতী অনুষ্ঠান শুরু হয় |

।ইতিপূর্বে মঞ্চে আসন গ্রহণ করেন শাওন প্রজা , জসীম উদ্দিন , রুমেল হোসেন , অ্যাডভোকেট আঃ রশীদ , শামসুদ তোহা |জাতীয় সংগীত ও শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় | এরপর আলোচনা সভায় অভাবনীয় আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে কিভাবে মহান বিজয় এলো , স্বাধীনতার পুণ্যতা ও বাংলাদেশের সৃষ্টি হলো এবং সময়ের আলোকে ভবিৎষত করণীয় তার বর্ণনা দেন শাওন প্রজা , রুমেল হোসেন , জসীম উদ্দিন ও শামসুদ তোহা |

একাত্তুর সাল বাঙালি জাতির কাছে এক মহাবিস্ময় , বিশ্ব রাজনীতির অবর্ণনীয় ইতিহাস | ওসময়ে আগুনের লেলিহান শিখায় সমস্ত পূর্ব বাংলা যখন পুড়ে ছারখার হচ্ছিলো , রক্তের নহর বইছিলো , তখন বঙ্গবন্ধুর ডাকে ঐ নতুনের কেতন উড়িয়ে বিশ্বমানচিত্রে বাংলাদেশ নামক রাষ্টের সৃষ্টি হয় সশস্ত্র সংগ্রামের মাধ্যমে | বর্তমানে স্বাধীনতার নেতৃত্ব দানকারী দলটি আজ সুবিধাবাদীদের খপ্পরে পরে অস্তিত্ব সংকটে | নেত্রী আজ দলটিকে সুসংঘটিত ও উজ্জীবিত করতে দেশ প্রবাসে যোগাযোগ করছেন | আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই |

ঐক্যের বিকল্প নেই কিন্তু তা হতে হবে সমতা ন্যায্যতার ভিত্তিতে | পরিশেষে সকল স্বাধীনতার শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জসীম উদ্দিন| এই অনুষ্ঠানে কষ্ট স্বীকার করে আগত দেশপ্রেমীদের এবং প্রধান উপদেষ্টা মাহাবুব মিলনের অনুপ্রেরণার জন্য ধন্যবাদ জানানো হয়|

অতঃপর সুস্বাদু নৈভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আলোচনা সভার শুরুতে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট, ২১শে আগস্ট, ৩রা নভেম্বরের নিস্ঠুর হত্যাকান্ড এবং স্বৈরাচার বিরোধী এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন