ডার্ক মোড
Wednesday, 26 March 2025
ePaper   
Logo
উত্তাল সমুদ্র হতে বিকল ফিশিং বোট 'এফবি রাইসা-১' এর ২২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

উত্তাল সমুদ্র হতে বিকল ফিশিং বোট 'এফবি রাইসা-১' এর ২২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

উত্তাল সমুদ্র হতে বিকল ফিশিং বোট 'এফবি রাইসা-১' এর ২২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার ২৪ মার্চ ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ মার্চ ২০২৫ তারিখ সোমবার সকাল ৭টায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানা যায়, 'এফবি রাইসা-১' নামক একটি ফিশিং বোট কক্সবাজার এলিফ্যান্ট পয়েন্ট হতে আনুমানিক ১৬ কি:মি দূরে ইঞ্জিন বিকল হয়ে ২২ জন জেলেসহ উত্তাল সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অপারেশান্স সমুদ্র প্রহরায় নিয়োজিত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী তৎক্ষণাৎ উদ্ধার অভিযান আরম্ভ করে। দীর্ঘ ২৫ ঘন্টা অভিযান চালিয়ে অবশেষে আজ সকাল সাড়ে ৮ টায় বিকল হওয়া বোটসহ ২২ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বিসিজি স্টেশন কক্সবাজার জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে এবং মালিকপক্ষের সাথে যোগাযোগ করে জেলেদের বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের ব্যবস্থা করে।

তিনি আরও বলেন, বোটটি গত ১১ মার্চ ২০২৫ তারিখে চট্টগ্রামের নোয়াখালী এলাকা হতে মাছ ধরার জন্য সমুদ্রে গমন করে এবং গত ১৪ মার্চ ২০২৫ তারিখ হতে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। অতপর জেলেরা মোবাইল নেটওয়ার্ক পাওয়ার পর জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে কোস্ট গার্ডের শরণাপন্ন হয়। উদ্ধারকৃত সকলেই লক্ষ্মীপুরের বাসিন্দা।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন