
ঈশ্বরদীতে মৎস্য সপ্তাহ উদ্বোধন
টিএ পান্না, রোভিং করেসপন্ডেন্ট, ঈশ্বরদী
রবিবার সকালে ঈশ্বরদীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবির কুমার দাস প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এ মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, পিআইও শিহাব উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, মাছ চাষি নুর ইসলাম, রেজাউল করীমসহ সকল মৎস্য সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে বের করা র্যালি সড়ক প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৎস্য কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবির কুমার দাস।
অনুষ্ঠানে মাছ চাষি নুরুল ইসলাম ও রেজাউলসহ পাঁচজনকে ক্রেস্ট প্রদান করা হয়। এ ধরনের অনুষ্ঠান আয়োজন করায় মাছ চাষিদের মধ্যে উৎসাহ বাড়ে বলে তারা জানান।