
ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে নুসাইবা ইসলাম (০২) নামে এক শিশু ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে যাওয়ার চার দিন পর মৃত্যু হয়েছে। নুসাইবা উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সাইফুল ইসলামের একমাত্র মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানায়, গত বুধবার সকাল ১১টার দিকে নুসাইবার মা ঘরে রান্নার কাজ করতে ছিলেন। এ সময় নুসাইবা বাড়ির অন্যান্য শিশুদের সাথে বাড়ির উঠানে খেলা করতে থাকে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে পরিবারের স্বজনেরা। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার সকালে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়। ইন্দুরকানী থানার ওসি মো: মারুফ হোসেন জানান, নুসাইবা নামের দুই বছর বয়সী এক শিশু ডোবার পানিতে ডুবে যাওয়ার চার দিন পরে হাসপাতালে মারা গেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন