ডার্ক মোড
Sunday, 04 May 2025
ePaper   
Logo
আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মূল থেকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে....মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মূল থেকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে....মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

 
 
            
 
পিরোজপুর প্রতিনিধি
 
বিগত বছরগুলোতে শিক্ষা ব্যবস্থাকে একেবারে কোল ঠাসা করে রাখা হয়েছে উল্লেখ করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোহাম্মদ নুরুল হক বলেছেন, বিশেষ করে চাকরির ক্ষেত্রে আমাদের তেমন কোন মূল্য দেওয়া হয় নাই যার কারনে অনেক শিক্ষার্থী হতাশ হয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে সরে গিয়েছে,শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত নাম্বারের চেয়েও বেশি নম্বর দেওয়ার কারণে, নিয়মিত পাঠদান থেকে তারা সরে গিয়েছে।
শনিবার (৩ মে) পিরোজপুর জেলার সদর উপজেলারধীন মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ বিষয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোহাম্মদ নুরুল হক এ সব কথা বলেন। এসময় তিনি পিরোজপুর আলিয়া মাদ্রাসার শিক্ষকবৃন্দের আয়োজনে আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর তাফহীমুল কুরআন আলিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সভায় পিরোজপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী, সদরের হল সুপার মোহাম্মদ শওকত আলী। সভায় প্রধান অতিথি বলেছেন, আমরা আগামী অর্থবছরে প্রতিটি জেলায় শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ট্রেনিং ইনস্টিটিউট করব। যে সকল প্রতিষ্ঠানের সরকারি ভবন নেই সেখানে সরকারি ভবন দেওয়ার ব্যবস্থা করব পিছিয়ে পড়া এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া হবে। যেহেতু আমাদের বিপ্লব হয়েছে আমরা এই পরিস্থিতি থেকে যেকোনো মূল্যে আমাদের সেই আগের জায়গায় ফিরে যাব ইনশাআল্লাহ।
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন