আবারও ৫ দিনের ছুটিতে সব প্রাথমিক বিদ্যালয়
নিজস্ব প্রতিনিধি
পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং গরমের কারণে এক সপ্তাহ মিলিয়ে মোট ১ মাস ৩ দিন পর ২৮ এপ্রিল খুলেছে দেশের শিক্ষাঙ্গন। একদিন খোলা রেখে সোমবার থেকে ফের বন্ধ হয় মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রসা। কিন্তু মনিং শিফটের কারণে আজ খোলা ছিল প্রাথমিক স্কুল।
তবে তীব্র তাপপ্রবাহ ও হাইকোর্টের নির্দেশনা মেনে ২ মে পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপর শুক্র ও শনিবার স্বাভাবিক ছুটি। অর্থাৎ এক মাস তিন দিন বন্ধ শেষে মাত্র দুদিন শ্রেণিকার্যক্রমের পর ফের ৫ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়।
সোমবার (২৯ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিশু শিক্ষার্থীদের সুরক্ষা বিবেচনায় বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরসঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিও যোগ হবে। সব মিলিয়ে টানা ৫ দিনের ছুটি পাচ্ছে প্রাথমিক বিদ্যালয়।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন বলেন, সারা দেশে বহমান তীব্র তাপপ্রবাহের কারণে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে।
এ বিষয়ে মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশনা এখনও আমাদের কাছে পৌঁছায়নি। এরআগেই সকালে আমরা বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (৩০ এপ্রিল) দেশের কিছু জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় মঙ্গলবার (৩০ এপ্রিল) সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।