ডার্ক মোড
Thursday, 12 December 2024
ePaper   
Logo
আন্তঃসরকারি যৌথ কমিটি গঠনের প্রস্তাব আলজেরিয়ার

আন্তঃসরকারি যৌথ কমিটি গঠনের প্রস্তাব আলজেরিয়ার

নিজস্ব প্রতিবেদক

অভিন্ন স্বার্থের বিষয়ে আলোচনা ও পরামর্শের জন্য বাংলাদেশ-আলজেরিয়ার মধ্যে একটি আন্তঃসরকারি যৌথ কমিটি গঠনের প্রস্তাব করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি।

বুধবার (১১ নভেম্বর) পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এইচ ই মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে এসে এ প্রস্তাব দেন রাষ্ট্রদূত।

সাক্ষাতে জ্বালানি, শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও কৃষি ক্ষেত্রে সহযোগিতার ওপর বিশেষ জোর দিয়ে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূত যত দ্রুত সম্ভব দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সফর আয়োজনের ওপর জোর দেন।

বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে হওয়া সমঝোতা স্মারক/চুক্তি, যেমন-ঢাকা-আলজিয়ার্সের মধ্যে বিমান পরিষেবা, উভয় দেশের ফরেন সা‌র্ভিস একা‌ডে‌মির ম‌ধ্যে বিনিময় কর্মসূচি নি‌য়ে আলোচনা হয়।

উভয়পক্ষ আলজিয়ার্সে দুই দে‌শের পররাষ্ট্র স‌চিব পর্যা‌য়ের ফরেন অফিস কনসালটেশনের (এফও‌সি) আমন্ত্রণসহ দ্বিপাক্ষিক প্রক্রিয়াকে অগ্রসর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন