ডার্ক মোড
Saturday, 12 July 2025
ePaper   
Logo
আধুনিক তথ্য-প্রযুক্তির ছোঁয়াবিহীন ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ

আধুনিক তথ্য-প্রযুক্তির ছোঁয়াবিহীন ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ

ফেনী প্রতিনিধি

ফেনী শহরতলীর ফেনী - ছাগলনাইয়া রোডের ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন টিচার্স ট্রেনিং কলেজটি চরম প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে।

কলেজটির সামনে ও পূর্বদিকের রোডের উভয় পাশে ইট,কংক্রিট ও বালুর বড় বড় স্তুপ থেকে অহরহ ধূলো-বালি উড়ছে। কলেজ ক্যাম্পাসে অবস্থিত ল্যাবরেটরী হাই স্কুল সংলগ্ন দুইটি মিল থেকে নিত্য কালো ধোঁয়া নির্গত হয়ে পরিবেশ নষ্ট করছে।

রোডে সকল ধরনের গাড়ির চলাচল, উচ্চ শব্দে হর্ণ বাজানোর ফলে শব্দদূষণ ও মোড়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

একটি ট্রেনিং কলেজের সেশন রুমগুলোতে স্মার্ট বোর্ড,এসি ও পর্যাপ্ত আইটি সুবিধা থাকা অপরিহার্য হলেও এখানে তা নেই। ওয়াশরুমগুলোতে হাই কমোড না থাকলেও অপরিচ্ছন্ন থাকায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক শিক্ষক জানান তথ্য প্রযুক্তি বিকাশের এ স্বর্ণ যুগে অনাধুনিক কলেজটির আধুনিকায়নে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যাথা নেই।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন