ডার্ক মোড
Saturday, 19 April 2025
ePaper   
Logo
আদমদীঘি উপজেলা পরিদর্শন করলেন ডিসি

আদমদীঘি উপজেলা পরিদর্শন করলেন ডিসি

 

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 
 
 
বগুড়ার আদমদীঘি উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম  পরিদর্শন করলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। 
 
আজ (১৭ এপ্রিল) বৃহস্পতিবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় আদমদীঘি উপজেলা পরিদর্শনে আসেন তিনি। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি আদমদীঘি থানা পরিদর্শন, এরপর একে একে উপজেলা ভূমি অফিস, সান্তাহার ইউনিয়ন ভূমি অফিস, সান্তাহার পৌর শহরের বিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমদীঘি সদর ইউনিয়নের পাইক পাড়া কমিউনিটি ক্লিনিক, ডালম্বা পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম পরিদর্শন করেন।
 
দপ্তর গুলোর কার্যক্রম পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনে গিয়ে  অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন, কিশোর-কিশোরীদের মাঝে বাইসাইকেল, ফুটবল ও ভলিবলসহ নানা উপকরণ বিতরণ করেন। 
 
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, জেলা বিএনপি'র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল মোহিত তালুকদার, থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বী, উপজেলার নির্বাহী প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, সান্তাহার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন ও ছাতিয়ান গ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন জীবনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।  

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন