ডার্ক মোড
Sunday, 27 April 2025
ePaper   
Logo
আদমদীঘিতে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আদমদীঘিতে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
 
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে অবস্থিত বিএনপি'র কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা তোহাবিন আলম তোহাকে শুক্রবার রাতে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। 
 
আজ (২৬ এপ্রিল) শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত তোহা (২৫) উপজেলার সদর ইউনিয়নের কোমারপুর গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং ছাতিয়ান গ্রাম ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। 
 
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধ করতে আ'লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি'র দলীয় কার্যালয়ে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর হামলাকারীরা বিএনপি কার্যালয়ের ভিতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ২৫ আগস্ট রাতে ১২৫ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতসহ মোট ২৫০ জনের নামে নাশকতা মামলা দায়ের করা হয়। সেই মামলায় পলাতক থাকা তোহাকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। 
 
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, নাশকতা মামলায় গ্রেপ্তারকৃত তোহাকে আজ শনিবার দুপুরে  আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে  পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন