ডার্ক মোড
Friday, 27 December 2024
ePaper   
Logo
আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রীয় ব্যাংক জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য এবং ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলরাম পোদ্দারকে গ্রেপ্তার করেছে রমনা থানা পুলিশ।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে কাকরাইলের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সাবেক এই ছাত্রলীগ নেতা ও ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ করিম।

তিনি বলেন, বলরাম পোদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রমনা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

বলরামের বিরুদ্ধে মামলার বিষয় তিনি বলেন, তার বিরুদ্ধে বরিশালে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলা রয়েছে। এছাড়া রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার তথ্য পাওয়া গেছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন