ডার্ক মোড
Thursday, 26 December 2024
ePaper   
Logo
বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন: ঐক্য ভাঙার চেষ্টা করবেন না

বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন: ঐক্য ভাঙার চেষ্টা করবেন না

নিজস্ব প্রতিবেদক

বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ঐক্য ভাঙার চেষ্টা করবেন না, জাতি ঐক্যবদ্ধ ছিল বলেই স্বৈরাচার পালিয়েছে। জাতি যদি ঐক্যবদ্ধ না থাকতো তাহলে আমরা সবাই ব্যর্থ হতাম।’

বুধবার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ঐক্য ধরে রাখতে হবে। ঐক্য ধরে রাখতে কমন এনিমি (শত্রু) চিহ্নিত করুন। দ্রুততার সঙ্গে জনগণকে তার অধিকার আদায়ের সুযোগ দিন। জনগণ সিদ্ধান্ত নেবে দেশ কোন পথে যাবে, আগামী দিনের বাংলাদেশ কেমন হবে।

তিনি আরও বলেন, স্বৈরাচারদের দোসরদের প্রশাসন থেকে সরানোর উদ্যোগ নেন। দেশের মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন। দেশের মানুষদের অধিকার ফেরত দেওয়ার চেষ্টা করুন। তাহলেই মানুষ আপনাদের সাধুবাদ জানাবে, ইতিহাস আপনাদের ধারণ করবে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, বিগত আন্দোলনের মূলমন্ত্র ছিল জনগণের অধিকার আদায় করা। অধিকার আদায় করতে ঐক্যর প্রয়োজন। ঐক্য থাকলেই দেশ এগিয়ে যাবে। আর ঐক্য না থাকলে পার্শ্ববর্তী ভাই, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে, মিডিয়াতে যেভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তা আরও বেড়ে যাবে। তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই।

তিনি বলেন, বর্তমান সরকারকে আমরা বারবার বলছি, প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা স্বৈরাচার দোসরদের চিহ্নিত করুন। তাদের চিহ্নিত করে সরিয়ে দিতে না পারলে নানা ষড়যন্ত্র হতেই থাকবে। আপনারা প্রতিরোধ করতে পারবেন না।

জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ বি এম রুহুল আমীন আকন্দের পরিচালনায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন