ডার্ক মোড
Thursday, 05 December 2024
ePaper   
Logo
আইপিএলের নিলামে সবচেয়ে দামি বিদেশি যিনি

আইপিএলের নিলামে সবচেয়ে দামি বিদেশি যিনি

ক্রীড়া ডেস্ক

এবার আইপিএলের মেগা নিলামে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। কেউ যেমন অপ্রত্যাশিত দাম পেয়েছেন, কেউ আবার প্রত্যাশা অনুযায়ী দাম পাননি। আবার, অনেক তারকা অবিক্রীত থেকে গেছেন। ফর্মের তুঙ্গে থাকা বাংলাদেশি তারকা সাকিব আল হাসান কিংবা মার্টিন গাপটিলদের মতো তারকারা দল পাননি।

বিদেশি ক্রিকেটারদের চেয়ে দেশি ক্রিকেটারদের দিকেই বেশি ঝুঁকেছে দলগুলো। তবে, বিদেশিদের মধ্যেও অনেকেই দাম পেয়েছেন। এর মধ্যে বিদেশিদের সবচেয়ে বেশি দাম পেয়েছেন লিয়াম লিভিংস্টোন।

এক কোটি ভিত্তিমূল্যের লিয়াম লিভিংস্টোনকে দলে নিতে রীতিমতো কাড়াকাড়ি লেগে গিয়েছিল পাঁচ দলের। সবার লড়াইয়ের পর শেষ পর্যন্ত তাঁর দাম উঠেছে আকাশছোঁয়া। সাড়ে ১১ কোটি রুপিতে তাঁকে নিয়েছে পাঞ্জাব কিংস। এবারের আইপিএলের নিলামে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার তিনিই।

চোটের কারণে অনেকদিন ধরেই মাঠের বাইরে জফরা আর্চার। এ বছরও আইপিএলে খেলতে পারার সম্ভাবনা কম। তবে, আইপিএলের মেগা নিলামে তাঁর নাম ছিল। এই আর্চারকে আট কোটি রুপিতে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। মূলত ২০২৩ ও ২০২৪ সালের আসর সামনে রেখেই তাঁর জন্য এত অর্থ খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আর্চারের পর চড়া দাম পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার রোমারিও শেফার্ড। তাঁর ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। ওয়েস্ট ইন্ডিজের এ পেসারকে পৌনে আট কোটি রুপিতে নিয়েছে হায়দরাবাদ।

সিঙ্গাপুরের অলরাউন্ডার টিম ডেভিডকে সোয়া আট কোটি রুপিতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ানস। তাঁর ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি।

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরটি শুরুর সম্ভাব্য তারিখ, ২৭ মার্চ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন