ডার্ক মোড
Tuesday, 21 October 2025
ePaper   
Logo
অষ্টগ্রামে এস,এসসি পরীক্ষায় ফেলকরা ছাত্রীদের মানহানিকর ছবি ভাইরাল

অষ্টগ্রামে এস,এসসি পরীক্ষায় ফেলকরা ছাত্রীদের মানহানিকর ছবি ভাইরাল

 
 
 হাওর অঞ্চল প্রতিনিধি,  কিশোরগঞ্জ 
 
‎কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা অষ্টগ্রামের অলওয়দার রোডের জিরো পয়েন্ট এলাকায় স্থানীয় কয়েকজন যুবক “ফেল করা মেয়েদের বিয়ে করা হয়” লেখা ব্যানার হাতে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। ছবিটি মুহূতের্র মধ্যে ভাইরাল হয়ে পড়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, এই একই দল এর আগেও একাধিকবার মেয়েদের নিয়ে ব্যঙ্গাত্মক লেখা ও কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। কিন্তু আগে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
 
‎নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “এরা আগেও এমন কাজ করেছে। কিন্তু তখন কেউ ব্যবস্থা নেয়নি বলেই আজ আবারও মেয়েদের সম্মান নিয়ে খেলছে। এবার যদি কড়া শাস্তি না হয়, ভবিষ্যতে আরও বড় অপকর্ম করবে।”‎একজন স্থানীয় শিক্ষক বলেন, “এই ধরনের আচরণ শুধু ছাত্রীদের অপমান নয়, পুরো শিক্ষাব্যবস্থার জন্য অপমানজনক। এখনই কঠোর ব্যবস্থা না নিলে সমাজে এর নেতিবাচক প্রভাব পড়বে।”স্থানীয় একজন আইনজীবী জানিয়েছেন, এই ধরনের কর্মকাণ্ড তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং বাংলাদেশ দণ্ডবিধির মানহানির ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তাছাড়া প্রশাসনের অনুমতি ছাড়া ব্যানার প্রদর্শন ও সামাজিক মাধ্যমে ছড়ানো আইনগতভাবে অপরাধ ‎।
 
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, আমি বিষয়টি এইমাত্র অবগত হয়েছি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন