
অল্প বৃষ্টিতে রাউজানে বিভিন্ন সড়কে কাদা মাটি, যে মরণ ফাঁদ
রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি:
অল্প বৃষ্টিতে রাউজানের বিভিন্ন সড়কে কাদা মাটি জমে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে।গত ৫ আগস্টের পর রাউজানের বিভিন্ন স্থানে পাহাড় টিলা, কৃষি জমি থেকে মাটি কাটার মহোৎসব চলছে। মাটি পরিবহণের কাজে নিয়োজিত ট্রাক থেকে মাটি উপচে পড়ে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক ও রাউজানের বিভিন্ন সড়কের বিভিন্ন স্থানের ক্ষতি হচ্ছে। মঙ্গলবার সকালে হালকা বৃষ্টিতে বিভিন্ন সড়ক কর্দমাক্ত হওয়ায় সিএনজি অটোরিক্সা,মোটর সাইকেল দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটেছে ছোট কাট মোটরসাইকেল দুর্ঘটনা।এলাকাবাসীরা জানান,মাটি আনা-নেওয়ার সময় ট্রাক থেকে অনেক মাটি রাস্তায় পড়ে যায়।আর এগুলো এখন আঠালো মাটিতে পরিণত হয়েছে। মঙ্গলবার সকালে অল্প বৃষ্টিতে উপজেলার মাওলানা দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক,হলদিয়া ভিলেজ সড়ক,আমিরহাট থেকে দরগাহ বাজার সড়ক,চিকদাইর হযরত আকবর শাহ সড়ক,পৌরসভার বেরুলিয়া সড়ক, হাফেজ বজলুল রহমান সড়ক, নোয়াপাড়া সড়ক সহ গুরুত্বপুর্ণ গ্রামীণ সড়ক গুলো পিচ্ছিল হয় পড়ে।সূত্র জানান পিচ্ছিল পথে চলতে গিয়ে একাধিক মোটরসাইকেল ও অটোরিকশা দুর্ঘটনা ঘটে।এতে বেশ কয়েকজন যাত্রী আহতও হন।কয়েকদিনের তীব্র গরমের মাঝে মঙ্গলবারের সামান্য বৃষ্টিতে জন মনে স্বস্তি আসলেও সড়ক গুলো পিচ্ছিল হওয়ায় বিপাকে পড়েছে সড়কে চলাচল করা পথচারী ও মোটরসাইকেল আরোহীরা। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা নিয়ে পথ চলছেন তারা। বালু ও মাটি ব্যবসায়ীদের কারনে সমস্ত সড়ক গুলোতে ট্রাক জিপ থেকে মাটি পড়ে পড়ে সড়কের এমন অবস্থা হয়েছে বলে দাবী স্থানীয়দের।গত ৭মাস ধরে এক ধরনের মাটি কাটা নিয়ে সমগ্র রাউজানে প্রতিযোগিতায় নেমেছিল একটি সিন্ডিকেট।তারা আইনকে বৃদ্বাঙ্গুলী প্রদর্শন করে কৃষি জমি,পুকুর,খাল বিল খননযন্ত্র ভেকুর মাধ্যমে কেটে কেটে মোটা অংকের টাকার বিনিময়ে কৃষি জমি ভরাট করেছে।গত ১২ এপ্রিল উপজেলার কদলপুরে এক সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী স্থানীয় জনসাধারনকে বলে ছিলেন মাটি কাটা ব্যাক্তিদের পিছমোড়া বেঁধে আপনারা পুলিশের হাতে তুলে দিবেন।রাউজানে এক মাত্র অপরাধ দেখতেছি বালু ও মাটি ব্যবসা।এসব নিয়ে মারাত্তক গ্রুপিং মারপিট হচ্ছে।রাউজানে আর কোন সমস্যা নাই।স্থানীয় জনসাধারণ জানান,এই আঠালো মাটি পাকা সড়কে এমনভাবে ‘পেস্ট’ হয়েছে যে এগুলো অপসারণ না করলে সহজে সড়ক থেকে সরবে না। ফলে যেকোনো সময় আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে।আঠালো মাটির কারনে সড়কগুলোর ইটের সলিং,পিচ ঢালাই কিংবা আরসিসি ঢালাই পর্যন্ত অনুমান করা যাচ্ছেনা।উপজেলা প্রকৌশলী আবুল কালাম জানান হালকা বৃষ্টিতে এসব সড়কে আঠালো মাটির কারনে যান চলাচলে মানুষের ভোগান্তি হচ্ছে শুনেছি।যারা রাস্তা নষ্ট করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।