ডার্ক মোড
Wednesday, 23 April 2025
ePaper   
Logo
অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় সাতক্ষীরায় বিজিবি অভিযানে তিনজন আটক

অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় সাতক্ষীরায় বিজিবি অভিযানে তিনজন আটক

সাতক্ষীরা প্রতিনিধি

অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় সাতক্ষীরায় বিজিবি অভিযানে তিনজন বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার কামালকাটি গ্রামের উদয়কান্তি বাছাড়ের ছেলে উৎসব নারায়ন বাছাড় (২৭), অরবিন্দু বাছাড়ের ছেলে শুভ বাছাড় (২৪) এবং গনেশ চন্দ্র মন্ডলের উত্তম মন্ডল (২০)। অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশকালে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোরে সাতক্ষীরা বিজিবি ৩৪ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করেন। ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক জানান,

সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৩-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানী মন্ডলপাড়া নামক স্থান হতে ওই তিনজনকে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশকালে আটক করেন বিজিবি সদস্যরা।

তিনি আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত বাংলাদেশী নাগরিকগণ ভারতের চাকরির উদ্দেশ্যে ভারতীয় পাচারকারী সেদেশের উত্তর চব্বিশ পরগনার কলকাতা নিউটাউন এলাকার জনৈক শুধয়বাসক(৪৫) এর মাধ্যমে কালিয়ানী এলাকায় আসেন। এরপর তারা সীমান্ত পিলার ৭/৬৩-এস এর নিকট দিয়ে ভারতে অবৈধভাবে গমনকালে বিজিবি টহলদল তাদের আটক করে। এ সময়ে তাদের ব্যাগ তল্লাশী করে ১টি ল্যাপটপ, ৪টি মোবাইল ফোন পাওয়া যায়। আটককৃত ল্যাপটপ ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।

জানা যায়, উৎসব নারায়ন বাছাড়ের শ্বশুর বাড়ি ভারতের উত্তর চব্বিশ পরগনার কেএলসি থানার পাচুরিয়া গ্রামে। বর্তমানে তার স্ত্রী সেখানে অবস্থান করছেন। আটককৃত ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন