ডার্ক মোড
Sunday, 27 April 2025
ePaper   
Logo
অপহরণের সাত দিনেও উদ্ধার হননি রবির টেকনিশিয়ান ইসমাইল

অপহরণের সাত দিনেও উদ্ধার হননি রবির টেকনিশিয়ান ইসমাইল

মানিকছড়ি (খাগড়াছড়ি)  প্রতিনিধি

খাগড়াছড়ি থেকে অপহরণ হওয়া মোবাইল নেটওয়ার্ক কোম্পানি রবির টেকনিশিয়ান ইসমাইল মিয়ার সাত দিনেও কোনো সন্ধান মেলেনি।

শনিবার (২৬ এপ্রিল) নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ে স্বরাষ্ট্র সচিবের সামনে ইসমাইলকে ফিরে পেতে কান্নায় ভেঙ্গে পড়েন তার পরিবারের সদস্যরা।

নরসিংদীর বাসিন্দা ইসমাইল রবির টেকনিশিয়ান হিসেবে খাগড়াছড়িতে কর্মরত ছিলেন। তিনি বেলাবো উপজেলার বীর বাগবের এলাকার নুরুল ইসলামের ছেলে।

গত ১৯ এপ্রিল খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ময়ুরখীল এলাকায় কাজ করতে গিয়ে নিখোঁজ হন এই যুবক। এ ঘটনায় মাকিছড়ি থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।

এদিকে আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণির সঙ্গে দেখা করেন অপহৃত ইসমাইলের পরিবার। এ সময় শিগগিরই তাকে খুঁজে বের করা হবে বলে পরিবারকে আশ্বস্ত করেন জ্যেষ্ঠ সচিব। তবে এ বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

ইসমাইলের বাবা নুরুল ইসলাম জানান, গত দুই বছর ধরে রবির টাওয়ার মেরামতের চাকরি করে আসছেন ইসমাইল। সম্প্রতি খাগড়াছড়িতে রবির ৭/৮টি টাওয়ার বিকল হয়ে যাওয়ায় নেটওয়ার্ক ব্যবস্থা ভেঙে পড়ে। ফলে কোম্পানির নির্দেশে গত ১৯ এপ্রিল সকালে মানিকছড়ির ময়ুরখীল এলাকার উদ্দেশে রওনা হন তিনি। যাওয়ার পথে মানিকছড়ি কলেজ এলাকা থেকে দুর্বৃত্তরা ইসমাইল ও তার সহযোগী আব্রে মারমাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। রবি কোম্পানির সঙ্গে দুর্বৃত্তদের লেনদেন-সংক্রান্ত কোনো বিষয় রয়েছে, আর সে কারণেই তাদের অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন