ডার্ক মোড
Monday, 14 April 2025
ePaper   
Logo

"ইউনাইটেড পিপলস বাংলাদেশ" নাম ঠিক করলো আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম

স্টাফ কোর্সপোন্ডেড
ভবিষ্যতের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিতব্য একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম ঘোষণা করা হয়েছে—"ইউনাইটেড পিপলস বাংলাদেশ (ইউপি বাংলাদেশ)"।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই প্ল্যাটফর্মটি এমন একটি গণতান্ত্রিক বিকল্প হিসেবে কাজ করবে যা বাংলাদেশকে একটি বৈষম্যহীন, সুশাসিত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হবে।
প্ল্যাটফর্মটির উদ্যোক্তা ও সমন্বয়ক আখি আহমেদ জুলিয়ান বলেন, "গণতন্ত্র, ন্যায়বিচার, শান্তিপূর্ণ সহাবস্থান ও সংবিধান মেনে চলার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর দলীয়করণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক নিপীড়ন, দলীয় নিয়োগ ও দুর্নীতিকে প্রতিহত করার জন্যই জনগণের একটি বিকল্প শক্তি প্রয়োজন।"
তিনি আরও বলেন, জাতীয় ও স্থানীয় পর্যায়ে যোগ্য নেতৃত্বকে সামনে এনে দেশব্যাপী গণজাগরণ গড়ে তোলা হবে। দেশের তরুণ প্রজন্ম, সুশীল সমাজ, নারী নেতৃত্ব, সংখ্যালঘু সম্প্রদায়, প্রবাসী বাংলাদেশি ও পেশাজীবীদের সম্পৃক্ত করে একটি বহুমাত্রিক গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা করাই এই প্ল্যাটফর্মের লক্ষ্য।
এই রাজনৈতিক প্ল্যাটফর্ম চারটি গুরুত্বপূর্ণ দাবিকে সামনে এনেছে—
১. দলীয়করণমুক্ত প্রশাসন,
২. বিচার বিভাগের স্বাধীনতা,
৩. ধর্মীয় ও জাতিগত সহনশীলতা,
৪. দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক বাংলাদেশ গঠন।
আখি আহমেদ জুলিয়ান দেশ-বিদেশে অবস্থানরত সকল গণতান্ত্রিক নাগরিক ও সংগঠনকে এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "আমরা বিশ্বাস করি, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করেই বাংলাদেশকে একটি বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।"
সূত্র: ইউনাইটেড পিপলস বাংলাদেশ প্রেস বিজ্ঞপ্তি (সংখ্যা: আপ্রবিজ্ঞি/০৪/২৫/০১)

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন