ডার্ক মোড
Monday, 14 April 2025
ePaper   
Logo
বান্দরবানে জয়বাংলা শ্লোগান দিয়ে বিএনপি  অফিস ভাঙচুর

বান্দরবানে জয়বাংলা শ্লোগান দিয়ে বিএনপি অফিস ভাঙচুর


সোহেল কান্তি নাথ, বান্দরবান:
বান্দরবানে জয়বাংলা শ্লোগান দিয়ে ওয়ার্ড বিএনপির অফিসে হামলা ও ভাংচুর চালিয়েছে দূর্বৃত্তরা। সোমবার (৭ এপ্রিল) গভীর রাতে শহরের কালাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। কে বা কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। স্থানীয়রা জানায়, সোমবার গভীর রাতে জয় বাংলা শ্লোগান দিয়ে বিএনপির অফিসের তালা ভেঙ্গে হামলা চালায় দূর্বৃত্তরা। এই সময় অফিসের আসবাবপত্র লুট এবং বিএনপি চেয়ারপারসনসহ তারেক রহমান ও জেলা বিএনপি নেতাদের ছবি ভাঙচুর করে। দুর্বৃত্তরা ভাংচুর করে চলে যাওয়ার সময় পার্শ্ববর্তী দেয়ালে জয় বাংলা শ্লোগান এবং শেখ হাসিনার সরকার বারবার দরকার লিখে যান। বিএনপি নেতাদের অভিযোগ স্থানীয় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর অজিত কান্তি দাসের নেতৃত্বে তাদের অফিসে এ হামলা চালানো হয়।এদিকে ঘটনার খবর পেয়ে বান্দরবান সদর থানা পুলিশ এবং জেলা বিএনপির
নেতৃবৃন্দ কালাঘাটা এলাকায় বিএনপি অফিস পরিদর্শন করেন। এসময় তারা বিএনপি নেতাদের শান্তি শৃংখলা বজায় রাখার অনুরোধ জানান।
এ বিষয়ে পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার কাওছার বলেন, বিএনপির অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন