Dark Mode
Friday, 15 November 2024
ePaper   
Logo
শাহজালালে প্রবাসী ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

শাহজালালে প্রবাসী ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রী এবং স্বজনদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার সন্ধ্যায় আজারবাইজান থেকে দেশে ফিরে প্রধান উপদেষ্টা এ লাউঞ্জ উদ্বোধন করেন। এর আগে তিনি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে আজ সন্ধ্যা ৮টায় দেশে ফেরেন।

ওয়েটিং লাউঞ্জের উদ্বোধন করে অধ্যাপক ইউনূস বলেন, আজারবাইজান যাওয়ার পথে প্রবাসীদের জন্য বিমানবন্দরে একটি লাউঞ্জ উদ্বোধন করে গিয়েছিলাম। এ লাউঞ্জটা প্রবাসীদের জন্য ডেডিকেটেড-যাতে তাদের পথে পথে ঘুরতে না হয়। বিদেশ যাওয়া এবং ফেরার সময় যেন তারা এটি আরামে ব্যবহার করতে পারে। আর আজ প্রবাসীর স্বজনদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করা হলো।

প্রধান উপদেষ্টা বলেন, আজ প্রবাসীর পরিবার-পরিজনের জন্য কেবল এর যাত্রা শুরু হলো। এই ওয়েটিং লাউঞ্জকে আরো কীভাবে আরামদায়ক ও স্বস্তিদায়ক করা যায়, সেজন্য তিনি প্রবাসীর স্বজনদেরকে মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা ওয়েটিং লাউঞ্জে উপস্থিত প্রবাসীর স্বজনদের সঙ্গে কথা বলেন।

বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় একটি প্রশস্ত, আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে। নতুন লাউঞ্জটিতে নির্ধারিত অপেক্ষমাণ কক্ষ, বেবি কেয়ার রুম, নারী-পুরুষের জন্য নামাজের স্থান এবং স্বল্পমূল্যের ক্যাফেটেরিয়ার ব্যবস্থা করা হয়েছে।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!