ডার্ক মোড
Saturday, 26 July 2025
ePaper   
Logo
  গোপালগঞ্জে তথ্য ও সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন বিচারপ্রার্থীদের জন্য ডিজিটাল ও সহজসাধ্য সেবা প্রাপ্তির নতুন দিগন্ত

 গোপালগঞ্জে তথ্য ও সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন বিচারপ্রার্থীদের জন্য ডিজিটাল ও সহজসাধ্য সেবা প্রাপ্তির নতুন দিগন্ত

 

 
গোলাম রব্বানী, গোপালগঞ্জ 
 
বিচারপ্রার্থী নাগরিকদের জন্য তথ্য প্রাপ্তিকে আরও সহজ ও সুলভ করতে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে চালু হলো "তথ্য ও সেবা কেন্দ্র"। বুধবার সকাল সাড়ে ১০টায় এই কেন্দ্রের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে শুভ সূচনা করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আজগর আলী খান।
 
এই কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত) আদালত সংশ্লিষ্ট নানা তথ্য ও নির্দেশনা পাবেন সাধারণ বিচারপ্রার্থীরা। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী চালু হওয়া এ কার্যক্রমের আওতায় গোপালগঞ্জেও আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো এ উদ্যোগ।
 
উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ আরাফাত হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহনাজ নাসরীন খান, জহির উদ্দিন ও নাজমুন নাহার সুমি, যুগ্ম জেলা ও দায়রা জজ আলাউল আকবর ও মোঃ এনায়েত উল্লাহ, সিনিয়র সহকারী জজ মোঃ সালাহ উদ্দীন, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ সালমান আহমেদ শুভ।
 
এছাড়াও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা রোজী, অনুশ্রী রায়, ফাহমিদা পিয়া, সহকারী জজ অমল কুমার দাস ও রুবাইয়া ইয়াসমিন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবির হোসেন ও লাবনী খাতুন অনুষ্ঠানে অংশ নেন।
 
জেলা ও দায়রা জজ আদালতের সরকারি আইনজীবী অ্যাডভোকেট এম এ সেলিম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট তৌফিকুল ইসলামসহ উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আহমেদ নওশের আলী, আলহাজ্ব এস এম নাহাজ পাশা, অ্যাডভোকেট মোঃ আব্দুল হালিম, শেখ মাসুদ আলী, আওলাদ আলী মোল্লা ও গোলাম মেহেদী খান।
 
জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম সিকদার, সহ-সম্পাদক ইকবাল হোসেন, লাইব্রেরি সম্পাদক এস এম আমজাদ হোসেন এবং আদালতের প্রশাসনিক কর্মকর্তা হান্নান মোল্লা, ভারপ্রাপ্ত নাজির খোন্দকার আবু সাইদসহ আরও অনেক কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
 
আদালত-সংশ্লিষ্ট সেবা পেতে সাধারণ জনগণ যেন আরও দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য তথ্য পায়—এই লক্ষ্যেই গঠিত হয়েছে এ কেন্দ্র। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বিচার বিভাগের সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন